2018 - দেখবো এবার জগৎটাকে (Dekhbo ebar jogot-ta-ke: A Bengali Blog)

Dekhbo Ebar Jogot-ta-ke is a bengali blog about some unknown interesting facts

WE ARE RECRUITING CONTENT WRITER. CONTACT: 7003927787

Wednesday, October 24, 2018

কেন হল এরকম নামকরন? পাথুরিয়াঘাটা নামকরনের পিছনে কারন কি ছিল?

October 24, 2018 0
কেন হল এরকম নামকরন? পাথুরিয়াঘাটা নামকরনের পিছনে কারন কি ছিল?
আজ পর্যন্ত নানারকম বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি,চেষ্টা করেছি অজানা তথ্যের সন্ধানকে যতটা সম্ভব বহুমুখী করার। আজ তাই একটু অন্যরকম বিষয় নিয়ে উপস্থিত হয়েছি ।
          আমাদের চারপাশে এমন অনেক জায়গা রয়েছে যার নামকরণের পেছনে লুকিয়ে রয়েছে অনেক না জানা ইতিহাস।অনেক জায়গা রয়েছে যেখানে আমরা প্রায় রোজ যাওয়াআসা করি ,কিন্তু সেখানকার নামটা ওরকম কেন হল আমরা কি কখনও ভেবে দেখি? এমনকি যেখানে আমরা থাকি সেখানকার নামকরণের কারণ কি আমাদের জানা?
‘বউবাজারে কি বউ পাওয়া যায়? উল্টোডাঙা কি সত্যি ই উল্টো’, সেসব আলোচনা আজকের মতো থাকুক।আজ আমরা যেই জায়গার ইতিহাস নিয়ে জানবো সেটি হল পাথুরেঘাটা বা পাথুরিয়াঘাটা। 




    উত্তর কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বনেদীপাড়া হিসেবে পরিচিত এই অঞ্চল। ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে ঠাকুরবাড়ী ,এছাড়াও উল্লেখযোগ্য কিছু পরিবার ছিল যেমন ঘোষ পরিবার ,মল্লিক পরিবার। একাধিক বনেদী পরিবারের বাস থাকা সত্ত্বেও ,প্রদীপের তলার অন্ধকারের মতো এখানে গজিয়ে ওঠে পতিতালয় ।কিনতু এই অঞ্চলটি শহরের একেবারে কেন্দ্রস্থলে হওয়ায় তাদের ব্যবসার পক্ষে মোটেই সুবিধাজনক ছিল না।তাই তাঁরা আবেদন করেন শহরের বাইরে ঘেরাটোপের মধ্যে যেন তাদের থাকার ব্যবস্থা করা হয় ।পতিতা উদ্ধারিনী সভার সভাপতি রাজা নবকৃষ্ণ এই আবেদনে সাড়া দিলেন।কিনতু আপত্তি উঠল এক শ্রেণীর পণ্ডিতদের মধ্যে। তাঁরা আশঙ্কা করলেন পতিতাদের শহরের বাইরে চালান করলে রোগ ছড়াবে সর্বত্র,তার চেয়ে বরং তারা এখন যেভাবে আছে সেরকমই থাক।
পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ি

তৎকালীন নগরপাল বিধান দিলেন,পতিতারা পাড়ার মধ্যেই থাকবে,কিনতু ভদ্রবাড়ীর সাথে পতিতাবাড়ির পার্থক্য থাকাটা জরুরী। ঠিক হল পতিত বাড়ির বাইরে থাকবে পাথর ,এতে পায়ের ছাপ পড়বে না।বাকি অন্যান্য বাড়ির সামনে টা থাকবে কাঁচা।সেই থেকে অঞ্চলটার নাম হয়ে গেল পাথুরিয়াঘাটা।



ঠাকুর দুর্গ


ঘোষ বাড়ি

কথিত আছে পৌরাণিক অহল্যা ছিলেন প্রস্তরীভূত, শ্রীরামচন্দ্রের পবিত্র পাদস্পর্শে অহল্যার মুক্তি ঘটে।
পতিতারা অহল্যার পূজা করেন। পতিতাগৃহের বাইরে তাই পাথর থাকা সুলক্ষণ বলে গণ্য করা হত।
জানা যায়, তখনকার দিনে দুর্গাপ্রতিমা তৈরীতে ব্যবহৃত পতিতালয়ের মৃত্তিকা এখান থেকে সরবারহ করা হত।  

 প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। এইরকম প্রতিবেদন আমাদের ব্লগে লেখার জন্যে যোগাযোগ করুন dejogot@gmail.com




[ আরও পড়ুন ঃ আন্দামানের ইতিকথা ]

Sunday, August 19, 2018

মৃত্যুর ১২ বছর পর ফিরে এলেন রাজাঃ হাড় হিম করা কাহিনী যা হার মানাবে রূপকথার অলীক গল্পকেও।

August 19, 2018 0
মৃত্যুর ১২ বছর পর ফিরে এলেন রাজাঃ হাড় হিম করা কাহিনী যা হার মানাবে রূপকথার অলীক গল্পকেও।
ছেলেবেলায় যারা দাদু ঠাকুমার কাছে রূপকথার গল্প শুনে বড় হয়েছে তাদের মত ভাগ্যবান মনে হয় এই দুনিয়ায় আর কেউ নেই। কালের নিয়মে এখন অবশ্য সেই চল আর নেই।গল্প দাদুর আসর, ঠাকুমার ঝুলি, টিনটিন অ্যাস্টেরিক্সের জায়গা আজ দখল নিয়েছে মুখবই, হোয়াট্স্যাপের ধুসর দুনিয়া। আজ আমরা সেরকমই হারিয়ে যাওয়া এক গল্প বলব, যা রূপকথার অলীক কল্পনা মনে হলেও কঠোর বাস্তব। আজ আমরা কথা বলব অধুনা বাংলাদেশের অন্তর্গত ভাওয়াল প্রদেশের রাজা রমেন্দ্রনারায়ণকে নিয়ে। যাকে নিয়ে একসময় বাংলা তথা সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে ওঠে। এমনকি সেই তোলপাড়ের আঁচ গিয়ে পড়ে টেমস নদীর তীরেও। ভাওয়ালের সন্ন্যাসী রাজার এই কাহিনী না শুনলে তা অনুমান করাও অসম্ভব।

আমাদের গল্পের মুখ্য চরিত্র রাজা রমেন্দ্রনারায়ণ ছিলেন রাজা রাজেন্দ্র নারায়ণ ও রানী বিলাসমণির তিন পুত্র সন্তানের মধ্যে মধ্যমজন। রাজেন্দ্র নারায়ণ রাজ্য সামলানো দূরে থাক নিজেকেই ঠিক করে সামলাতে পারতেন না। তাই স্বাভাবিকভাবেই রাজ্যের রাশ ছিল রানী বিলাসমণির হাতে। নিজ সন্তানদের হাজার চেষ্টা করেও ঠিক মতো মানুষ করতে ব্যর্থ হন রানীমা। তিন পুত্র, বিশেষ করে মেজকুমার বেড়ে ওঠেন নিজ পিতার ধাঁচেই। ১৯০২ সালে রমেন্দ্রনারায়ণের বিয়ে হয় অপূর্ব সুন্দরী বিভাবতী দেবীর সাথে। মেজকুমারের উল্লেখযোগ্য কোনো গুণাবলী ছিলনা বললেই চলে, সারাদিন শিকার এবং নারীসঙ্গেই মজে থাকতেন তিনি। ওদিকে রানী বিভাবতী দেবী ধীরে ধীরে তাদের পারিবারিক ডাক্তার আশুতোষ দাসগুপ্তের সাথে অবৈধ সম্পর্কে আবদ্ধ হয়ে পড়েন। ঘটনাচক্রে রানী একসময় সন্তানসম্ভবা হয়ে পড়েন যখন রোগভারাক্রান্ত মেজকুমার ছিলেন সন্তানলাভে অক্ষম। এই কথা জানাজানি হতেই রানী পড়েন আতান্তরে।

ইতিমধ্যে রাজার শারীরিক অবস্থার অবনতি হলে আশুতোষ ডাক্তার রাজাকে হাওয়া বদলের পরামর্শ দেন। অতঃপর ১৯০৯ সালে এপ্রিলের মাঝামাঝি দার্জিলিং - এর উদ্দেশ্যে যাত্রা করেন মেজকুমার, সঙ্গী হলেন রানী, রানীর ভাই সত্যেন্দ্রনাথ, ডাক্তার আশুতোষ এবং ব্যাক্তিগত কর্মচারী মিলিয়ে ২৭জন।

দার্জিলিং যাওয়ার দিন পনেরো আগে একটি রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করার পর বাঘটির সাথে ছবি তোলেন মেজকুমার। " টাইগার ফটো" নামে পরিচিত এই ছবিটি রাজা হিসাবে মেজকুমারের শেষ ছবি যা উনবিংশ শতাব্দীর একটি অন্যতম ছবি হিসাবে বাংলাদেশ আর্কাইভ প্রদর্শনীতে স্থান পায়।

টাইগার ফটো


হাওয়া বদলে যাওয়ার পর থেকে রাজার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে, কারন রানী, রানীর ভাই এবং ডাক্তার আশুতোষ- তিনজন মিলে চক্রান্ত করে ক্রমাগত বিষ প্রয়োগ করতে থাকেন মেজকুমারকে। অবশেষে ৮ই মে সন্ধ্যা ৭ টা থেকে ৮টার মধ্যে রাজার মৃত্যু হয়েছে বলে মনে করা হয়। দার্জিলিং এর শ্মশানে তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করে ১০ই মে মেজরানী ও বাকিরা ফিরে আসেন। ১৮ই মে মেজকুমারের শ্রাদ্ধানুষ্ঠান পালন করা হয়।

আর পাঁচটা কাহিনীর মত এটাও এখানেই শেষ হতে পারত, কিন্তু ইতিহাস কখনই অন্যায়কে লালন করেনা। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি ইতিহাসের নির্মমতার হাত থেকে।

[ আরও পড়ুন ঃ আন্দামানের ইতিকথা ]

[ আরও পড়ুন ঃ প্রত্যাখ্যাত শাহেনশাহ্]

আরও পড়ুন ঃ একটু দেরী, পন্ডিচেরী।]

[ আরও পড়ুন ঃ জানা অজানা রবীন্দ্রনাথ। ]

এই ঘটনার ঠিক ১২ বছর পর, ১৯২১ সালের মে মাসে ঢাকায় হঠাৎ আত্মপ্রকাশ ঘটে এক সন্ন্যাসীর, দেখতে অবিকল মেজকুমারের মত। খবর পাঁচকান হতে বেশি সময় লাগলো না, দাবানলের মত ছড়িয়ে পড়ল জয়দেবপুর এবং কাশিমপুরের জমিদার বাড়িতে। খবর পেয়ে সন্ন্যাসীর সাথে দেখা করেন মেজকুমারের বোন জ্যোতির্ময়ী দেবী। প্রথম দর্শনেই জ্যোতির্ময়ী দেবীর চোখ আটকে যায়। তিনি লক্ষ্য করেন যে তাঁর ভাইয়ের মত সন্ন্যাসীরও খাওয়ার সময় ডান হাতের তর্জনী আলগা হয়ে যায় এবং জিহ্বা বেরিয়ে আসে। পরিচয় প্রমানের সমস্ত পরীক্ষায় সন্ন্যাসী সহজেই উতরে যান। রাজবাড়ির খুঁটিনাটি, সদস্যদের সম্পর্কিত নানা ঘটনা, আস্তাবলে কটা ঘোড়া ছিল, হাতিশালে কটা হাতি ছিল, কতজন চাকর কর্মচারী ছিল সব গড়গড় করে বলে যেতে থাকেন।

পরীক্ষায় যত সহজেই পাস করে যান না কেন, রানী বিভাবতী দেবী এবং তাঁর ভাই সত্যেন্দ্রনাথ এর পক্ষে সন্ন্যাসীকে মেজকুমার হিসাবে মেনে নেওয়া সম্ভব ছিল না। কারন ততদিনে ক্ষমতায় আসীন রানী বিয়ে করেছেন ডাক্তার আশুতোষকে এবং রাজার বিমা ও জমিদারী থেকে প্রাপ্ত লক্ষ্যাধিক টাকা আত্মসাৎ করেছেন রানীর ভাই। প্রায় এক যুগ পর মৃত রাজা দৃশ্যপটে হাজির হতে শুরু হল রাজত্ব দখল করে বসা সুবিধাভোগীদের জটিল চক্রান্ত। সন্ন্যাসীকে প্রতারক প্রমান করতে কোমর বেঁধে লেগে পড়েন তারা। রাজপরিবার শুধু নয়, রাষ্ট্রযন্ত্র এমনকি সাধারন প্রজামহলও দ্বিধাবিভক্ত হয়ে পড়েন।

সন্ন্যাসীর মুখ থেকেই জানা যায় আশুতোষ ডাক্তারের দেওয়া বিষের ক্রিয়ায় ক্রমশ দুর্বল হয়ে পড়া মেজকুমার হঠাৎ  অচেতন হয়ে পড়লে তৎক্ষণাৎ তাঁরা রাজাকে মৃত ঘোষণা করে সৎকার করার ব্যবস্থা করেন। পথে প্রবল ঝড় বৃষ্টি এলে, রাজাকে পথেই ফেলে রেখে বাকিরা নিরাপদ আশ্রয়ে চলে যান। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন কিছু নাগা সন্ন্যাসী। তাঁরা এইভাবে একজনকে অচেতন অবস্থায় রাস্তার মাঝে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে নিয়ে যান। রানীর লোকেরা ঝড় শেষে ফিরে এসে দেখেন যে রাজা সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পর অগত্যা তাঁরা ফিরে আসেন। ওদিকে নাগা সন্ন্যাসীদের সেবায় রাজা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু সাময়িকভাবে তাঁর স্মৃতিশক্তি লোপ পায়। সন্ন্যাসধর্মে দীক্ষিত রাজা এরপর নানা জায়গা ঘুরে বেড়ানোর পর বাংলাদেশে এসে তাঁর স্মৃতি ফিরে পান। এরপর তিনি নিজের রাজত্বে প্রত্যাবর্তন করেন সত্যকে সবার সামনে নিয়ে আসার জন্য।

প্রত্যাবর্তনের পর সন্ন্যাসী রাজা


সত্য উদ্ঘাটনের দায়িত্ব ন্যস্ত হয় আদালতের ওপর। দীর্ঘ প্রায় ছয় বছর বাদী বিবাদী উভয় উভয়পক্ষের সাক্ষ্য গ্রহন চলে। সমস্ত সাক্ষ্য প্রমান বিচার করার পর বিচারক পান্নালাল বসু ১৯৩৬ সালের ২৪শে আগস্ট সন্ন্যাসী রাজার পক্ষে ৫৩২ পাতার রায় দেন। উভয়পক্ষের হয়ে সাক্ষ্য দেন ১৫৪৮ জন। তৎকালীন বিচারব্যবস্থার ক্ষেত্রে দীর্ঘতম নজিরবিহীন এই মামলা দৃষ্টান্ত স্থাপন করে, যে মামলা "ভাওয়াল সন্ন্যাসী মামলা" নামে পৃথিবী বিখ্যাত।

বিবাদিপক্ষ্য এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আপিল করেন। ১৯৪০ সালের ২৯শে আগস্ট বিচারপতি আগের রায়ই বহাল রাখেন। এরপর আপিল করেন লন্ডনের প্রিভি কাউন্সিলে। ১৯৪৬ সালের ৩০শে জুলাই প্রিভি কাউন্সিলও সন্ন্যাসী রাজার পক্ষেই রায় দেন। এর ঠিক তিনদিন পরেই রাজা মারা যান, যেন সত্য প্রতিষ্ঠার অপেক্ষাতেই ছিলেন তিনি।

ভাওয়াল সন্ন্যাসী মামলা এতই প্রসিদ্ধি লাভ করেছিল যে, ভারতবর্ষের বিখ্যাত মামলাগুলির মধ্যে এটি দিল্লিতে গত শতাব্দীর আলোড়ন সৃষ্টিকারী অন্যতম শ্রেষ্ঠ মামলা হিসাবে স্থান পেয়েছিল। এই মামলা নিয়ে প্রচুর লেখালিখি হয় দেশে বিদেশে, অজস্র নাটক যাত্রা পালা রচিত হয় এই কাহিনী নিয়ে। উত্তম কুমার অভিনীত 'সন্ন্যাসী রাজা' সিনেমাটি এই কাহিনী থেকেই অনুপ্রানিত।

সন্ন্যাসী রাজা সিনেমায় উত্তম কুমার 


৩৬০ কক্ষ্যবিশিষ্ট সেই ভাওয়াল রাজবাড়ি আজ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এর ঠিক উল্টোদিকে থাকা আশু ডাক্তারের বাড়িটি রক্ষনাবেক্ষনের অভাবে ধুলিস্মাত হয়ে যেতে বসেছে।

ভাওয়াল রাজবাড়ি
 প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। পরবর্তী পোষ্টের নোটিফিকেশান পেতে ব্লগটি ফলো অপশনে ক্লিক করুন।

[ আরও পড়ুন ঃ'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?]

[ আরও পড়ুন ঃ'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন? ]

[আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন? ]

[আরও পড়ুন ঃ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে এখানে ছিল একটি জেলখানা। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে অজানা কিছু তথ্য। ]

Sunday, July 15, 2018

স্টোনম্যান সিরিয়াল কিলার : যে কখনো ধরা পড়েনি !

July 15, 2018 0
স্টোনম্যান সিরিয়াল কিলার : যে কখনো ধরা পড়েনি !

অনেক রাত করে আপনি হয়তো বাড়ি ফিরছেন ফাঁকা রাস্তা দিয়ে খোশ মেজাজে । কিন্তু এর মেয়াদ হতে পারে খুবই অল্প । আপনার আসে পাশেই হয়তো ওঁত পেতে আছে এক রহস্যজনক আততায়ী ! এবং তার পরবর্তী শিকারটি হয়তো আপনিই । কিছু বুঝে ওঠবার আগেই আপনার উপরে এসে পড়তে পারে একটি বড় পাথর আর আপনি নিমেষে চোখে অন্ধকার দেখবেন।

.
.
কি ? ঢোঁক গিলছেন বুঝি ? ভয় তো লাগারই কথা । কিন্তু জানেন কি এইরকম ঘটনা স্বয়ং কলকাতা'র বুকে ঘটে গেছে ? রাতের পর রাত পুলিশ প্রশাসনের চোখের ঘুম কেড়ে নিয়েছিলো এই রহস্যজনক আততায়ী ।  কিন্তু  কি এই রহস্য এবং কে এই স্টোনম্যান  আর কেনই বা এই রহস্যের সমাধান আজও হতে পারেনি ? মনের প্রশ্ন চিহ্ন গুলি মিটিয়ে ফেলতে পড়ে ফেলুন এই নিবেদনটি।




ঘটনার সূত্রপাত ঘটে গত শতাব্দীর শেষ দশকের দিকে অর্থাৎ ১৯৮৫ সালে ।  পথচারীদের মনে ভয় জাগানোর মত ঘটনা ঘটলো সবার অখেয়ালে । বিন্দুমাত্র খোঁজ নেই কারুর কাছেই অথচ একটার পর একটা রহস্যজনক মৃত্যুর  ঘটনা কানে আসতে লাগলো  মুম্বাই পুলিশের। পর পর ১২ জনের মৃত্যু হয় । প্রত্যেক দিন ভোরবেলা পাওয়া যাচ্ছিল থেতলানো মাথার অসাড় শরীর । বিষয়টি প্রচণ্ড ভাবে নাড়া দেয় মুম্বাই পুলিশের বড় কর্তাদের । মোতায়েন করা হয় পুলিশবাহিনী । সাধারন মানুষ ঘর থেকে বেরনো বন্ধ করে দেয় রাত ১০ টার পর । ঘটনার তদন্ত করে কিছু আশ্চর্য জিনিস পুলিশের নজরে আসে । সেগুলি হল-----


  1. প্রত্যেকটি মৃত্যু ঘটে গভীর রাত্রে যখন সবাই ঘুমের ঘোরে আচ্ছন্ন । 
  2. সবাইকে মারার ক্ষেত্রে যে অস্ত্রটি ব্যবহার করা হয় তা হল আস্ত একটি ৩০ কেজির পাথর ! আর তাতে করেই আঘাত হানা হয় ।
  3. আর যাদের মৃত্যু ঘটে তারা সকলেই ফুটপাথবাসি ।


    তবে এই ঘটনার পেছনে কে বা কাদের হাত ছিল তার কিনারা আর হয়ে ওঠেনি । ধরা পড়েনি সিরিয়াল  কিলারটি । বিষয়টি সময়ের সাথে সাথে মানুষজন ভুলে যায় এবং মুম্বাইয়ের জনজীবন স্বাভাবিক হয়ে আসে ।


    কিন্তু ঘটনার শেষ এখানেই নয় । যেন ফিল্মি ভাষায় "পিকচার আভি বাকি হ্যাঁয়"।

    টার্গেট এবার কিন্তু খোদ আমাদের কোলকাতা । মুম্বাই ঘটনার রেষ কাটতে না কাটতেই ঠিক বছর চারেক পর ১৯৮৯ তে কানে এল মানুষ মরার ঘটনা । এবার তাঁর শিকার রাস্তার মানুষ, অসহায় ভিখারি,পাগল এবং রিক্সা চালক যারা এই শহরের আবর্জনাকে মাথায় বিছানা বানিয়ে ঘুমতো । যেমন লন্ডনের জ্যাক দ্যা রিপার, বোস্টন শহরের কুখ্যাত শ্বাসরোধকারী খুনি তেমনই ৩০০ বছরের ঐতিহ্যশালী কোলকাতাতেও এবার যেন এসে পড়েছিল রহস্যজনক স্টোনম্যানের ছায়া । যার ভয় সবাইকে দিনে দুপুরেও তাড়া করে বেড়াচ্ছিল। রাস্তায় সমান ভাবে পাওয়া যেতে লাগলো মৃতদেহ । তবে এবার এ ১২ টি নয় পাওয়া গেল ১৩ টি মৃতদেহ। স্টোনম্যানের প্রথম শিকার হয় রাস্তার ধারে দেশি মদ বিক্রি করে জীবন চালানো এক মহিলা । দ্বিতীয় শিকার হয় পথভ্রষ্ট এক ভিখারি কিন্তু  সবথেকে আশ্চর্য বিষয় হলো ইনি মারা যান প্রথম মৃত্যুর ঠিক একমাস পর । ঘড়ির কাঁটাতে যেন নিয়ম করে ঠিক করে দেওয়া ছিল একদম একমাস পরেই পরবর্তী শিকার করা হবে । 

    পদ্ধতি এবারেও এক । মাথায় আঘাতের চিহ্ন,দেহের পাশে সেই রক্তাক্ত বড় পাথর ।  

    তদন্তে নামে কোলকাতা পুলিশ । এতে পুলিশ অনুমান করে আততায়ীর উচ্চতা কম করে ৬.২ ইঞ্চি । সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করা হয় । কিন্তু এক্ষেত্রেও কোনো কূলকিনারা খুঁজে পায়নি তৎকালীন লালবাজারের বড়কর্তারা । বুঝে উঠতে পারেনি আততায়ী ঘটনাটি একাই ঘটিয়েছে নাকি দল বেঁধে । যদিও শোনা যায় নাকি এক উন্মাদকে ধরে এনে কোলকাতা পুলিশ তাকে স্টোনম্যানের আখ্যা দেয় । 

    সম্প্রতি সৃজিত মুখার্জি পরিচালিত বাংলা ছায়াছবি "২২ শে শ্রাবণ" এইরকমই ঘটনার উপর চিত্রিত ।   
    এছাড়াও "দ্যা স্টোনম্যান মার্ডারস" নামের হিন্দি সিনেমাটি সম্পূর্ণভাবে এই সত্য ঘটনাকে কেন্দ্র করেই । 

    সিরিয়াল কিলার স্টোনম্যান রহস্য শেষমেশ একটা মিসট্রি হয়েই রয়ে গেছে । আর এই অসমাধিত রহস্য কিন্তু তৎকালীন পুলিশ এবং প্রশাসনের ব্যর্থতাকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় । 

    --------------------------------------------------------------------------------------------------

    এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নীচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না । আর অবশ্যই সকলের সাথে শেয়ার করে জানার আনন্দকে দ্বিগুণ করে তুলুন ।


    [ আরও পড়ুনঃ বিধান চন্দ্র রায় মাত্র এক টাকায় কিনেছিলেন আজকের সল্টলেক। সল্টলেক সম্পর্কে কিছু অজানা তথ্য। ]


    [ আরও পড়ুন ঃ জানা অজানা রবীন্দ্রনাথ। ]

    [ আরও পড়ুন ঃ'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন? ]



    [আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন? ]






    Saturday, July 7, 2018

    ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে এখানে ছিল একটি জেলখানা। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে অজানা কিছু তথ্য।

    July 07, 2018 0
    ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে এখানে ছিল একটি জেলখানা। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে অজানা কিছু তথ্য।
    পশ্চিমবঙ্গের রাজধানী তথা বাণিজ্য নগরী কলকাতার কথা বললে যে কয়েকটি স্থাপত্য ভাস্কর্যের কথা মাথায় আসে, তার মধ্যে প্রথম নামটি অবধারিত ভাবে হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল বা হাওড়া ব্রীজ। আজকের আমাদের এই প্রতিবেদনটি ভিক্টোরিয়া মেমোরিয়াল এর ওপর ভিত্তি করে তৈরি। এই স্মৃতিসৌধটি রানী ভিক্টোরিয়ার স্মৃতিরক্ষার্থে তৈরি তা আমরা সকলেই জানি। কিন্তু এর পিছনেও লুকিয়ে রয়েছে অনেক না জানা ইতিবৃত্ত যা এই প্রতিবেদনের উপজীব্য। 



       যদি বলি, বর্তমানে যেখানে রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধটি মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেখানে কয়েক দশক আগেও ছিল দাগী আসামীদের কারাগার তাহলে কি খুব অবাক হবেন? অবাক হলেও এটাই বাস্তব!

       ১৭৬৭ সালে কলকাতায় দুটি মাত্র জেলখানা ছিল, একটি ছিল লালবাজারে এবং অপরটি বড়বাজারে। একটি ছিল Petty Crime বা লঘু অপরাধের জন্য, অপরটি Serious Crime বা ঘৃণ্য অপরাধের জন্য। তখন ইংরেজ শাসকরা যে হারে যথেচ্ছ ধরপাকড় করতেন তাতে জেলের জায়গা সংকুলান হয়ে পড়ায় ১৭৭৮ সালে প্রেসিডেন্সি জেল তৈরি করা হয় ঠিক সেখানে, যেখানে এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল। স্থানীয় লোকেদের কাছে এই জায়গাটি 'হরিণবাড়ি' নামে পরিচিত ছিল। কথিত আছে এখানে নাকি নবাব সিরাজ-উদ্-দৌল্লা হরিণ শিকার করতে আসতেন। এই জেলটি উচ্চ শ্রেণীর কয়েদিদের জন্য ব্যবহার করা হত। এমনকি এই জেলে কয়েদিদের সাথে তাদের বাড়ির লোকের থাকারও বন্দোবস্ত ছিল। এই জেলের অন্যতম উল্লেখযোগ্য একজন কয়েদি ছিলেন 'বেঙ্গল গেজেট' পত্রিকার জনক জেমস অগাস্টাস হিকি। পরবর্তীকালে প্রেসিডেন্সি জেল ১৯০৬ সালে আলিপুরে স্থানান্তরিত করা হয় এবং প্রেসিডেন্সি জেল ভেঙে রানীর স্মৃতিসৌধকে জায়গা ছেড়ে দেওয়া হয়। 

    [ আরও পড়ুন ঃ আন্দামানের ইতিকথা ]

    [ আরও পড়ুন ঃ প্রত্যাখ্যাত শাহেনশাহ্]

    আরও পড়ুন ঃ একটু দেরী, পন্ডিচেরী।]

    [ আরও পড়ুন ঃ জানা অজানা রবীন্দ্রনাথ। ]

        ১৯০৬ সালে ওয়েলস এর রাজকুমার এই স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১৯০১ সালে রানীর অন্তর্ধানের পর ঠিক হয় সারা ভারত জুড়ে রানীর স্মৃতি রক্ষার্থে ছোট ছোট সৌধ নির্মাণ করা হবে। কিন্তু তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন স্থির করেন কলকাতার বুকে একটি সুবিশাল স্মৃতি সৌধ নির্মাণ করবেন যা হার মানাবে তাজমহলের ঔজ্জ্বল্য আর স্থাপত্যশৈলীকে।



       যেমন ভাবা তেমন কাজ। স্থাপত্য কাজের দায়িত্ব বর্তায় ' Royal Institute of British Architect' এর সভাপতি উইলিয়াম এমারসন এর ওপর এবং নির্মাণ কাজের দায়িত্ব ন্যস্ত হয় কলকাতা ভিত্তিক কোম্পানি ' মার্টিন অ্যান্ড কোম্পানি' এর ওপর। সুদূর রাজস্থান থেকে ২০০,০০০ ঘনফুট মাক্রানা মার্বেল নিয়ে আসা হয়, যেই মার্বেল ব্যবহার করা হয়েছিল তাজমহল তৈরিতে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল যে সৌধটি তৈরিতে প্রয়োজন প্রায় ৭৬ লাখ টাকা তোলা হয়েছিল ভারতের সাধারন জনগনের পকেট থেকে। এর থেকেই ছবিটা স্পষ্ট যে সেই সময় ইংরেজরা কিভাবে ভারতের সাধারন মানুষদের লুঠ করেছিলেন।


        ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর বিভিন্ন ইংরেজ প্রশাসকদের মূর্তি সরিয়ে সেই স্থানে ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের মূর্তি বসানোর কাজ শুরু হয়। সরিয়ে ফেলা সেই সব মূর্তির বেশিরভাগ স্থান পায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে, যার মধ্যে উল্লেখযোগ্য হল জেমস আউটরামের মূর্তি, যেটি পূর্বে পার্কস্ট্রীট ও চৌরঙ্গী ক্রসিং-এ শোভা পেত। ১৯৫৮ সালে সেই জায়গায় স্থান পায় মহাত্মা গান্ধীর মূর্তি। 


    প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। পরবর্তী পোষ্টের নোটিফিকেশান পেতে ব্লগটি ফলো অপশনে ক্লিক করুন।

    [ আরও পড়ুন ঃ'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?]

    [ আরও পড়ুন ঃ'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন? ]

    [আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন? ]


    Sunday, June 24, 2018

    পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিসটি কোথায় অবস্থিত জানেন? জানলে অবাক হবেন।

    June 24, 2018 0
    পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিসটি কোথায় অবস্থিত জানেন? জানলে অবাক হবেন।
    বিশ্বের বৃহত্তম ডাক নেটওয়ার্ক-এর কৃতিত্ব যে ভারতের হস্তগত, সেই কথা কমবেশি আমাদের সকলেরই জানা। ১৭৭৪ সালে ডাক পরিষেবার গড়াপত্তনের দিন থেকে আজ পর্যন্ত ভারতে প্রায় ১,৫৫,০১৫ টি পোস্ট অফিস গড়ে উঠেছে। এক একটি পোস্ট অফিস গড়ে প্রায় ৭১৭৫ জন মানুষকে ডাক সেবা প্রদান করে থাকে।

      আগেকার দিনের মত চিঠি লেখালিখির প্রচলন না থাকলেও, অন্যান্য নানা পরিষেবার জন্য আজও ভারতীয় ডাক ব্যবস্থার গুরুত্ব অক্ষুন্ন রয়ে গেছে। বহু প্রত্যন্ত এলাকার মানুষের কাছে আজও ব্যাঙ্কিং পরিষেবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ভারতীয় ডাক বিভাগ। ছোট বড় অনেক রকম পোস্ট অফিস আমরা দেখেছি, কিন্তু বিশ্বের একমাত্র ভাসমান পোস্ট অফিস যে আমাদের ভারতবর্ষে অবস্থিত তা কি আপনারা জানতেন?

    [ আরও পড়ুন ঃ কিভাবে মেদিনীপুরকে পিছনে ফেলে রেলশহর হিসাবে গড়ে উঠলো খড়্গপুর। খড়্গপুরকে নিয়ে কিছু জানা অজানা তথ্য। ]

    [ আরও পড়ুন ঃ জানেন কি রসগোল্লার কলম্বাস কাকে বলা হয় ? ]

    ভারত তথা পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিসটি অবস্থিত ভারতের ভূস্বর্গ কাশ্মীরের ডাল লেকে। নৈঃস্বর্গিক সৌন্দর্যের কারনে কাশ্মীর ভ্রমনপ্রিয় মানুষদের কাছে একটি লোভনীয় গন্তব্যস্থল। ২০১১ সালে প্রতিষ্ঠিত ডাল লেকের ওপর ভাসমান পোস্ট অফিসটি  এখানকার স্থানীয় বাসিন্দা এবং আগত পর্যটকদের ডাক সেবা প্রদান করার সাথে সাথে দর্শনীয় স্থান ও হয়ে উঠেছে। বোটের ওপর বানানো দুই কামরার এই পোস্ট অফিসে ফিলাটেলি মিউজিয়ামও আছে, যেখানে বহু পুরানো ও আকর্ষণীয় পোস্টাল স্ট্যাম্প আছে। এই পোস্ট অফিস এর অন্যতম বৈশিষ্ট্য হল যে এখানকার সমস্ত পোস্টকার্ডে ডাল লেক ও শ্রীনগরের অন্যান্য দর্শনীয় স্থানের সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকে। অন্যান্য সাধারন ডাক সেবা প্রদান করার পাশাপাশি এই পোস্ট অফিস টেলিফোন এবং ইমেইল করার সুবিধাও প্রদান করে থাকে। 




      এটি আসলে একটি হেরিটেজ পোস্ট অফিস যেটি ব্রিটিশ আমল থেকেই ছিল। আগে এটি নেহেরু পার্ক পোস্ট অফিস নামে পরিচিত ছিল। পরে এর সংস্কার করে ২০১১ সালে তৎকালীন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নতুন পোস্ট অফিস এর সূচনা করেন এবং তখন থেকে এটি "FLOATING POST OFFICE" নামে পরিচিত। 




    এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।

    [ আরও পড়ুনঃ বিধান চন্দ্র রায় মাত্র এক টাকায় কিনেছিলেন আজকের সল্টলেক। সল্টলেক সম্পর্কে কিছু অজানা তথ্য। ]

    [ আরও পড়ুন ঃ জানা অজানা রবীন্দ্রনাথ। ]

    [ আরও পড়ুন ঃ'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন? ]


    [আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন? ]

    Sunday, June 10, 2018

    জানেন কি রসগোল্লার কলম্বাস কাকে বলা হয় ?

    June 10, 2018 0
    জানেন কি রসগোল্লার কলম্বাস কাকে বলা হয় ?
    ভাত মাছ ছাড়াও  যদি বাঙালীদের কোনো কিছু দিয়ে বর্ণনা করা যায় তা হল রসগোল্লা । কিন্তু জানেন কি কিভাবে এর উৎপত্তি ? আর সুস্বাদু এই নরম ছানার মিষ্টি তৈরির পেছনে কার অবদান আছে ? এবং যিনি এই মিষ্টিকে জগৎজোড়া খ্যাতি এনে দিয়েছিলেন কেনই বা তাঁকে "রসগোল্লা'র কলম্বাস" উপাধিতে ভূষিত করা হয়েছে ? তাহলে আসুন জেনে নেওয়া যাক ।


    ছানার তৈরী রসগোল্লা 

    বাঙালীদের সাথে ইতিহাস বরাবরই ওতপ্রোতভাবে জড়িত । তাই এই রসগোল্লা তৈরির পেছনেও যে একটা রসালো ইতিহাস জড়িয়ে আছে তা কি আর বলার অপেক্ষা রাখে !


    বলা হয় যে ১৪৯৮ সালেভাস্কো দা গামা  ভারতে পদার্পণ করার পর থেকেই
    পর্তুগীজ ব্যবসায়ীদের সাথে বাঙালি ব্যবসায়ীদের সম্পর্ক বেড়ে ওঠে। এদিকে পর্তুগীজদের পনির খুব পছন্দের খাবারগুলোর মধ্যে একটি ছিল। বাঙালি ব্যবসায়ীরা ক্রমে ক্রমে তা জানতে পারে এবং ছানা তৈরী করতে শেখে । ছানার চাহিদা বাড়তে থাকায় দুধ কেটে ছানা তৈরী যেন নিত্যদিনের ব্যাপার হয়ে উঠলো ।

    ভোজনরসিক বাঙালীদের নতুন খাবারের প্রতি আকর্ষণ আজন্মের। এই ছানা তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ১৮৬৬ নবীন চন্দ্র দাশ নামের এক ময়রা বানিয়ে বসলেন এক আশ্চর্য মিষ্টির ! কথা ছিল গোল্লা বানানোর কিন্তু আমাদের নবীন বাবু গোল্লা বানাতে এতটাই মগ্ন ছিলেন যে এক খেয়ালে গোল্লা হাত থেকে ফস্কে গিয়ে পড়লো রসে,আর এই থেকেই সৃষ্টি হয় নরম তুলতুলে আর রস সমন্বয়ে এ যেন এক আশ্চর্য ব্যাঞ্জন,যা বাঙালির তথা ভারতবর্ষের মিষ্টির ইতিহাসে একদমই নতুন মোড় সৃষ্টি করে ।


    কিন্তু নবীন চন্দ্র দাশ এর এখনো "রসগোল্লা'র কলম্বাস" হয়ে ওঠা বাকি ছিল। মিষ্টি আবিষ্কার করে ফেললেও এখনো অব্দি কমসংখ্যক গ্রাহকই জানতেন এই নতুন তৈরী মিষ্টির কথা । কিন্তু সুদিনের আসা ছিল শুধু সময়ের অপেক্ষা মাত্র ।


    নবীন চন্দ্র  দাশ 

    একদিন হঠাৎ বাংলার এক স্বনামধন্য মাড়ওয়ারী জৈনিক ব্যবসায়ী ভগবানদাস বগলা ছেলে পুলেদের সাথে উঠলেন নবীন ময়রার দোকানে মিষ্টির স্বাদ নিতে। ব্যস আমাদের নবীন ময়রা খাওয়ালেন তার আশ্চর্য মিঠাই । গলাধঃকরণ করতে না করতেই তিনি বুঝতে পারলেন এই মিষ্টির কি মহিমা । এই ভগবানদাস বগলা মহাশয়ই পরবর্তীকালে একের পর এক বড় বড় মাপের অর্ডার দিয়ে রসগোল্লা আনতে লাগলেন নবীন ময়রার দোকান থেকে এবং আত্মীয় পরিজনের মধ্যে নবীন বাবুর মিষ্টির সুনাম করতে লাগলেন । ক্রমে ক্রমে রসগোল্লার আবিস্কারকর্তা হিসেবে দেশে বিদেশে নবীন চন্দ্র দাশ বিখ্যাত হয়ে উঠলেন । আর এই ভাবেই আবির্ভাব ঘটলো আমাদের "রসগোল্লা'র কলম্বাসের"



    বিঃদ্রঃ-রসগোল্লা সম্পর্কে যখন এত কিছু জানলেনই তখন একটা বিষয়ে অবশ্যই আপনাদেরকে ওয়াকিবহাল করাটা জরুরী । আপনারা হয়তো নিশ্চয়ই জানেন সম্প্রতি বেশ কিছুদিন আগে অবধি রসগোল্লা কার এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয় । এই বিষয়টি নিয়ে ভারত সরকার GEOGRAPHICAL INDICATIONS REGISTRY ডিপার্টমেন্টকে অনুসন্ধানের নির্দেশ দেয় । বাংলা ও ওড়িশার ইতিহাসবিদরা উঠে পড়ে লেগে যান আসলে রসগোল্লা তৈরির পেছনে কাদের অবদান সব থেকে বেশি । এমনকি ওড়িশাবাসী লেগে পড়েন ''রাসগুল্লা দিবস'' পালন করার জন্য । কিন্তু দীর্ঘ ২ বছর পর সার্ভে রিপোর্ট বেরিয়ে এলে পরে জানা যায় যে রসগোল্লা (ROSOGOLLA/ROSSOGOLLA) আসলেই বাংলা শব্দ । আর আমরা রসগোল্লাকে নিয়ে গর্ব করি আসলে তা আমাদেরই দান মিষ্টির ইতিহাসে । ওড়িশাবাসী যে রসগোল্লাকে নিয়ে মাতামাতি করছিল আসলে তার নাম 'পাহালা রাসগুল্লা' । তাই সর্বশেষে বাঙালির রসগোল্লা বাঙালীদেরই রইল কিন্তু এবার তার সাথে সরকারি অনুমোদনও রইল ।



    এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নীচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না । আর অবশ্যই সকলের সাথে শেয়ার করে জানার আনন্দকে দ্বিগুণ করে তুলুন ।



    [ আরও পড়ুনঃ বিধান চন্দ্র রায় মাত্র এক টাকায় কিনেছিলেন আজকের সল্টলেক। সল্টলেক সম্পর্কে কিছু অজানা তথ্য। ]


    [ আরও পড়ুন ঃ জানা অজানা রবীন্দ্রনাথ। ]

    [ আরও পড়ুন ঃ'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন? ]


    [আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন? ]

    Friday, June 8, 2018

    কিভাবে মেদিনীপুরকে পিছনে ফেলে রেলশহর হিসাবে গড়ে উঠলো খড়্গপুর। খড়্গপুরকে নিয়ে কিছু জানা অজানা তথ্য।

    June 08, 2018 8
    কিভাবে মেদিনীপুরকে পিছনে ফেলে রেলশহর হিসাবে গড়ে উঠলো খড়্গপুর। খড়্গপুরকে নিয়ে কিছু জানা অজানা তথ্য।
    পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হিসাবে খড়্গপুরের নাম একসময় বেশ পরিচিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই রেকর্ডের তকমাও চলে গেছে অন্য ষ্টেশনের নামের পাশে। তা সত্ত্বেও খড়্গপুরের গুরুত্বে এতটুকু ভাঁটা পড়েনি।





      দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর সাবডিভিশনের অন্তর্গত খড়্গপুর ষ্টেশনটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। ১০ প্ল্যাটফর্ম বিশিষ্ট এই ষ্টেশনের ওপর দিয়ে প্রতিদিন গড়ে ২৭৫টি ট্রেন যাওয়া আসা করে। রেলের দক্ষিণ পূর্ব শাখায় এই ষ্টেশনের গুরুত্ব বিবেচনা করে একে  ' GATEWAY OF SOUTH EASTERN RAILWAY' আখ্যা দেওয়া হয়। বলাবাহুল্য, রেল মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় স্থান করে নেওয়া রেলশহর খড়্গপুরের ছায়ায় মেদিনীপুর ষ্টেশনটি একপ্রকার দুয়োরানী হয়ে রয়ে গেছে। কিন্তু ইতিহাস মতে পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে হওয়ার কথা ছিল ঠিক উল্টোটা। অর্থাৎ খড়্গপুরের বদলে রেলশহর হিসাবে নিজেকে মেলে ধরার কথা ছিল মেদিনীপুরের। খড়্গপুর কিভাবে মেদিনীপুরকে পিছনে ফেলে রেলশহর হিসাবে পরিচিতি লাভ করল, আসুন জেনে নেওয়া যাক। 




    ব্রিটিশ শাসকেরা তৎকালীন বোম্বাই নগরীর সাথে কলকাতাকে রেলপথে যুক্ত করতে চাইলেন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল মেদিনীপুর হবে জংশন ষ্টেশন। কিন্তু বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানির (B.N.R.) আধিকারিকরা হিসেব করে দেখেন যে মেদিনীপুরের বদলে খড়্গপুরে জংশন ষ্টেশন বানালে লাভ বেশি। খড়্গপুরের পাথুরে জমিতে ঘরবাড়ি বানানোর খরচ কম হবে, কাঁসাই নদীর ওপর ডবল লাইনের সেতু তৈরির খরচও বেঁচে যাবে। তাছাড়া ঘন জঙ্গলে পূর্ণ খড়্গপুরের গাছ থেকে পাওয়া কাঠও কাজে লেগে যাবে রেল লাইন পাতার কাজে, এবং ঘরবাড়ি তৈরির কাজেও লাগবে। আজকের খড়্গপুরকে দেখে  এর জঙ্গুলে অতীত অনুধাবন করা মোটেই সহজসাধ্য কাজ নয়। এমনকি উনিশ শতকের শেষের দিকেও খড়্গপুর ছিল ঘন জঙ্গলে ভরা।
    ১৯০১ সালে তৈরি হল জংশন ষ্টেশন। তখনও সেখানকার জনবসতি মেরেকেটে সাড়ে তিন হাজার জনের। এখন তো সেই খড়্গপুর মিনি ইন্ডিয়া তে পরিনত হয়েছে।




    ধোঁয়া ছাড়তে ছাড়তে যখন প্রথম রেল ইঞ্জিন এসে পৌঁছালো  খড়্গপুরে, ভয়ে সবাই এদিক সেদিক ছুটে পালালো। এই ভয় বহুদিন পর্যন্ত ছিল। গাঁয়ে গাঁয়ে লোক পাঠানো হল ভয় ভাঙানোর জন্য। এমনকি বিনা পয়সাতেও চাপার সুযোগ দেওয়া হত। রেলের সাহেবদেরও আদি বাসিন্দারা ভালোভাবে নেননি। রেলের জন্য অনেকে ভিটেমাটি ছাড়া হয়েছিলেন, জঙ্গলের অধিকার হারিয়েছিলেন। অনেকে আবার রেলগাড়িতে চড়তে চাইতেন না সেতু ভেঙে নদীতে পড়ে যাওয়ার ভয়ে, অনেকে চড়তেন না একই কামরায় সবার সাথে যাত্রা করে জাত যাওয়ার ভয়ে।




    ১৯১১ সালের মধ্যে খড়্গপুর পুরোদস্তুর রেলশহর হিসাবে আত্মপ্রকাশ করে। পরে একে একে গড়ে উঠলো পৌরসভা, আই. আই. টি. । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলাইকুন্ডার জঙ্গল এলাকায় তৈরি করা হয় বিমানঘাঁটি। অহল্যাবাঈ রোড  সম্প্রসারিত করে গড়ে উঠলো ' ওডিশা ট্র্যাঙ্ক রোড'। বাংলা-ওডিশা যোগাযোগ বাড়ায় খড়্গপুর মেদিনীপুর বাজার এলাকায় পরিনত হয়।

    লোকমতে খড়গেশ্বর শিবের নামানুসারে এই এলাকার নাম হয়েছিল খড়্গপুর। আরও শোনা যায় যে রেল লাইন পাতার সময়ে নাকি রোজ রাতে হাতির পাল এসে লাইন উপড়ে দিয়ে যেত। এই দেখে রেলের ইঞ্জিনিয়াররা সেখানে উঁচু সেতু তৈরি করে দেন, যাতে হাতিরা সহজে নিচ দিয়ে গলে যেতে পারে । সেই থেকে এই সেতুর নাম হয় হাতি গলা পুল।

    এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।

    [ আরও পড়ুনঃ বিধান চন্দ্র রায় মাত্র এক টাকায় কিনেছিলেন আজকের সল্টলেক। সল্টলেক সম্পর্কে কিছু অজানা তথ্য। ]

    [ আরও পড়ুন ঃ জানা অজানা রবীন্দ্রনাথ। ]

    [ আরও পড়ুন ঃ'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন? ]

    [আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন? ]


    তথ্যসুত্রঃ আনন্দবাজার পত্রিকা

    Monday, May 21, 2018

    বিধান চন্দ্র রায় মাত্র এক টাকায় কিনেছিলেন আজকের সল্টলেক। সল্টলেক সম্পর্কে কিছু অজানা তথ্য।

    May 21, 2018 0
    বিধান চন্দ্র রায় মাত্র এক টাকায় কিনেছিলেন আজকের সল্টলেক। সল্টলেক সম্পর্কে কিছু অজানা তথ্য।
    সল্টলেক তথা বিধান নগর, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার উত্তর পূর্বে অবস্থিত একটি উপনগরী তথা পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি উপকেন্দ্র। আমরা যারা একবার হলেও সল্টলেক গিয়েছি, তারা জানি এই জায়গাটি কলকাতার বাকি অঞ্চলের মত ইতিউতি অবিন্যস্ত ভাবে গড়ে ওঠেনি। এটি একটি পরিকল্পিত শহর।




       দেশভাগের সময় অল্প সময়ের মধ্যে প্রচুর শরণার্থী অধুনা বাংলাদেশ থেকে চলে আসায় কলকাতার জনঘনত্ব হঠাৎ করে বেড়ে যায়। এত বিপুল পরিমান মানুষের বাসস্থানের বন্দোবস্ত করার জন্য প্রয়োজন হয়ে পড়ে বিকল্প জায়গার। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্রের নজর যায় কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের দিকে।





       ১৯৫৩ সালের ১৮ই সেপ্টেম্বর বিধান চন্দ্রের আমন্ত্রনে ডাচ ইঞ্জিনিয়ারিং কোম্পানি 'NEDECO' উত্তরের লবনাক্ত হ্রদ্গুলিতে সার্ভে শুরু করে। ১৯৫৫ সালে ওই হ্রদের উত্তরের ১৭৩.৭ একর জমি অধিগ্রহনের জন্য একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। এই পুরো জমিটি বিধান চন্দ্র রায় তৎকালীন মৎস্যমন্ত্রী হেমচন্দ্র নস্করের কাছ থেকে
      মাত্র এক টাকার বিনিময়ে কিনে নেন। এরপর ধাপে ধাপে নগর পত্তনের কাজ শুরু হয়। সত্তরের দশকের শুরুর দিকে এখানে জনবসতি গড়ে উঠতে থাকে।

    [ আরও পড়ুন ঃ জানা অজানা রবীন্দ্রনাথ। ]


    [ আরও পড়ুন ঃ ভারতের সর্বপ্রথম এবং বর্তমানে প্রবীনতম ভোটার কে জানেন? ]


    [ আরও পড়ুন ঃ একটু দেরী, পন্ডিচেরী।]



    [ আরও পড়ুন ঃ আন্দামানের ইতিকথা ]


       ইতিমধ্যে লোকমুখে এবং মিডিয়ায় সল্টলেক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। লোকে বলতে থাকে বালি মাটি দিয়ে হ্রদ ভরাট করে গড়ে ওঠা বাড়ি ঘর যথেষ্ট ঝুঁকিপ্রবন। এতে জনমানসে সল্ট লেকের প্রতি বিরুপ ধারনা গড়ে ওঠে এবং সেখানে জায়গা কেনার উৎসাহে ভাঁটা পড়ে। পরিস্থিতি বিবেচনা করে সরকারের তরফে ক্রেতাদের আশ্বস্ত করা হলে এবং লিজের শর্ত শিথিল করা হলে পুনরায় ক্রেতাদের উৎসাহ পরিলক্ষিত হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময় প্রচুর শরণার্থী এপারে চলে আসে। তাদের সেক্টর ২ এর শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়। তার কিছুদিন পরে কংগ্রেস এর অধিবেশন অনুষ্ঠিত হয় সল্টলেকে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সেখানে সদ্য গড়ে ওঠা একটি অতিথি আবাসনে রাখা হয় যা পরে 'ইন্দিরা ভবন' নামে পরিচিত হয়।





       ইতিহাসে সল্টলেকের প্রথম উল্লেখ মেলে সিরাজ-উদ্-দৌল্লার সময়। ১৭৫৬ সালের ১৭ই জুন বাংলার নবাব সিরাজ লর্ড ক্লাইভের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আক্রমন করার সময় এখানে ঘাঁটি গাড়েন। সিরাজের মৃত্যুর পর এই এলাকার মালিকানা চলে যায় মিরজাফর এবং তার উত্তরসূরি দের অধীনে। ধীরে ধীরে এই এলাকার মালিকানা হাতবদল হয়ে এসে পুঞ্জিভূত হয় স্থানীয় জমিদার দের হাতে। তাঁরা এখানে মাছ চাষ করতেন। ১৮৬৫ সালে ইংরেজ সরকার এই এলাকা পুনরায় অধিগ্রহন  করে এবং ১৮৭৮ সালে নন্দলাল দাস ও দুর্গাচরণ কুণ্ডকে লিজ দিয়ে দেয় ১৮৮৭ সাল পর্যন্ত। ১৮৯০ সালে সরকার ৩৪০০ টাকার বিনিময়ে ভবনাথ সেনকে ১৮৯৯ সাল পর্যন্ত লিজ দেয়। ১৯০৬ সালে পুনরায় ১০ বছরের জন্য লিজ দেওয়া হয় ৯৭৫০ টাকার বিনিময়ে। ১৯১৬ সালের পর আর কোনো নথি পাওয়া যায়নি।


      ১৯৪৭ সালে দেশভাগের পর কলকাতায় রীতিমতো জনবিস্ফোরণ হয়। বাসস্থানের অভাবে প্রয়োজন হয়ে পড়ে বিকল্প ব্যবস্থার। কিন্তু কলকাতার কেবলমাত্র উত্তর দক্ষিণেই পুনর্বিন্যাস সম্ভব তাই বিধান চন্দ্র রায় কলকাতার ৩০ মাইল উত্তরে কল্যাণী শহরের সূচনা করেন সহায় সম্বলহীন শরণার্থীদের বাসস্থানের জন্য। কিন্তু তা ফলপ্রসু না হওয়ায় তাঁর নজর যায় সল্টলেকের দিকে।



    Bidhan Ch. Ray and Ajay Mukherjee inaugurating the work of Salt Lake




      ১৯৬২ সালের ১৬ই এপ্রিল ডাচ কোম্পানির থেকে সবুজ সঙ্কেত পেয়ে বিধান বাবু তৎকালীন সেচমন্ত্রী অজয় মুখার্জি-কে সাথে নিয়ে সল্টলেকের জমি ভরাট করার কাজের সূচনা করেন। সেক্টর ওয়ানের কাজ শেষ হওয়ার পর ১৯৬৬ সালে জমি বণ্টন শুরু হয়। ১৯৬৯ সেক্টর ২ এবং ৩  এর কাজ শেষ হয়। সল্টলেকের প্রথম বাসিন্দা ছিলেন জীতেন্দ্রনাথ চক্রবর্তী এবং তাঁর পরিবার। ১৯৭৩ সালের ৫ই এপ্রিল একটি সার্কুলার জারি করে সল্টলেকের নাম পরিবর্তন করে এর জনকের নামে নাম রাখা হয় ' বিধান নগর '।

    প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।


    [ আরও পড়ুন ঃ 'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন?]


    [ আরও পড়ুন ঃ প্রত্যাখ্যাত শাহেনশাহ্]


    [ আরও পড়ুন ঃ'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?]



    [ আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন?]

    Wednesday, May 9, 2018

    জানা অজানা রবীন্দ্রনাথ।

    May 09, 2018 0
    জানা অজানা রবীন্দ্রনাথ।
    ভাষা, সাহিত্য, সংগীতের শুধু নয়, বাঙালির শিল্প-আত্মা সৃষ্টিতে কবিগুরুর ভূমিকা অনস্বীকার্য। রবীন্দ্রনাথের সাহিত্যচর্চার কথা আমাদের সবার ঠোঁটস্থ। তাই তাঁর ১৫৭ তম জন্মদিবসে সাহিত্যিক রবীন্দ্রনাথ নয়, বরং ব্যক্তি রবীন্দ্রনাথ নিয়েই এই লেখা। যদিও ব্যক্তি রবীন্দ্রনাথ ও সাহিত্যিক রবীন্দ্রনাথ অঙ্গাঙ্গীভাবে যুক্ত। তাই তাঁর সাহিত্যচর্চার উল্লেখ দেখা দিলেও দিতে পারে।

    সাহিত্যচর্চার পাশাপাশি রবীন্দ্রনাথ ছিলেন শখের চিকিৎসক। তাঁর লেখার টেবিলে সাজানো থাকতো বায়োকেমিক ওষুধের নানারকম শিশি। রামগড়ের কাঠের মিস্ত্রির আজন্মের স্নায়বিক ব্যাধি কয়েকদিন রবি ঠাকুরের ওষুধ খেয়ে সেরে গেলে তিনি নিজেকে অব্যর্থ খ্যাতিমান ডাক্তার হিসেবে গন্য করতে লাগলেন। সেযুগের বিখ্যাত ডাক্তার নীলরতন সরকার পর্যন্ত প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন যে রোগীর ক্ষেত্রে, সেই টাইফয়েড আক্রান্ত রোগী রানী মহলানবিশকে একান্ত নিজের চিকিৎসায় পুরোপুরি সারিয়ে তুললেন শখের হোমিও ডাক্তার রবীন্দ্রনাথ ঠাকুর।



    রানি চন্দের স্মৃতিচারন থেকে জানা যায় যে, " গুরুদেবের গানের বা কবিতার প্রশংসার চেয়ে হাজার গুন খুশি হতেন তিনি, কেউ এসে যদি বলত যে গুরুদেবের ওষুধে তাঁর অমুক অসুখটা সেরে গেছে..."।

    [ আরও পড়ুন ঃ ভারতের সর্বপ্রথম এবং বর্তমানে প্রবীনতম ভোটার কে জানেন? ]

    আরও পড়ুন ঃ একটু দেরী, পন্ডিচেরী।]

    [ আরও পড়ুন ঃ আন্দামানের ইতিকথা ]

    রবীন্দ্রনাথ ইউরোপের বাইরে প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার পান তাঁর 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ 'Songs Offerings' -এর জন্য। যদিও এই নোবেল পুরস্কার তিনি সরাসরি গ্রহন করেননি, পুরস্কারটি ব্রিটিশ দূতালয়ের মাধ্যমে তাঁর কলকাতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। নোবেল পুরস্কারের টাকায় তৎকালীন শিক্ষাব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।একথা কমবেশী আমরা সকলেই জানি। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানতেন না যে তৎকালীন ভারতের অর্থনৈতিক দুর্দশা দেখে আবেগতাড়িত রবীন্দ্রনাথ প্রথমে তাঁর পুরস্কারের টাকা দিয়ে সমবায় ব্যাঙ্ক গড়ে তোলার কথা ভাবেন।

    কবিগুরু আট বছর বয়স থেকে সাহিত্যচর্চায় পদার্পণ করলেও ছবি আঁকা শুরু করেন প্রায় ষাট-টি বসন্ত অতিক্রম করার পরে। চিত্রশিল্পে কোনো প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি তাঁর জীবদ্দশার শেষ ১৭ বছরে প্রায় ৩০০০ টি ছবি আঁকেন।

    নিজের পিতার মতো রবীন্দ্রনাথও ভ্রমণপিপাসু ছিলেন। ১৮৭৮ থেকে ১৯৩২ সালের মধ্যে তিনি ৫টি মহাদেশের প্রায় ৩০ টি দেশে পায়ের ছাপ রেখে গেছেন। দীর্ঘ ভ্রমণকালের মধ্যে তিনি ৪ বার বিশ্ববরেণ্য বিজ্ঞানী আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করেন। তাঁরা দুজন পরস্পর পরস্পরের বিশেষ অনুরাগী ছিলেন।



    গান্ধীজির সাথে রবীন্দ্রনাথের বিশেষ সম্পর্কের কথা আলাদা করে উল্লেখের প্রয়োজন নেই। গান্ধীজিকে 'মহাত্মা' উপাধিটি কবিগুরুই দিয়েছিলেন। রবীন্দ্রনাথ কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের কয়েকটি অধিবেশনে উপস্থিতও থাকতেন। তাঁর রচিত 'জন গন মন' ১৯১১ সালে অধিবেশনের দ্বিতীয় দিনে উদ্বোধনী সংগীত হিসাবে গাওয়া হয়, এবং পরবর্তীকালে জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। কিন্তু আরও একটি দেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের রচনার ফসল, সেটি হল শ্রীলঙ্কা। বাংলা কবিতাটির অনুবাদিত ও পরিমার্জিত রূপ বর্তমানে শ্রীলঙ্কার জাতীয় সংগীত।



    'মহাত্মা' উপাধি দেওয়া ছাড়াও আরও এক কৃতি ভারতীয়ের নামকরণ করেন রবীন্দ্রনাথ। শিশুটির মা তাঁর ছেলের নামকরণ করে দেওয়ার আর্জি জানালে তিনি এমন একটি নাম দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন যা গোটা মর্ত্যে নেই। সেই শিশু আজ নোবেল জয়ী অমর্ত্য সেন নামে পরিচিত।

    প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।


    [ আরও পড়ুন ঃ 'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন?]

    [ আরও পড়ুন ঃ প্রত্যাখ্যাত শাহেনশাহ্]

    [ আরও পড়ুন ঃ'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?]

    [ আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন?]

    Monday, April 30, 2018

    'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন?

    April 30, 2018 0
    'দাদা সাহেব ফালকে' পুরস্কার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন। কেন জানেন?
    বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা সেন অধুনা বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহন করেন। তিনি ছিলেন বিখ্যাত কবি রজনীকান্ত সেনের নাতনী, আসল নাম রমা দাসগুপ্ত।

    ১৯৫২ সালে তাঁর অভিনয় জীবন শুরু হয় 'শেষ কোথায়' সিনেমা দিয়ে, যেটি কখনও মুক্তি পায়নি। এরপর ১৯৫৩ সালে তিনি নির্মল দের নির্দেশনায় উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন 'সাড়ে চুয়াত্তর' সিনেমায়, যেটি বক্স অফিস হিট হয়। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।


    তাঁর অভিনয় জীবনের ৬০ টি সিনেমার মধ্যে ৩০ টি সিনেমায় তিনি উত্তম কুমারের সাথে জুটি বাঁধেন। ১৯৫৫ সালে তিনি 'দেবদাস' সিনেমায় 'পারো'র চরিত্রে অভিনয় এর মাধ্যমে বলিউডে পা রাখেন। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারের জন্য মনোনয়ন-ও পান। তাঁর অভিনীত সিনেমাগুলি সহজেই দর্শক ও সমালোচক দের মন জয় করে নিত।


    ঈর্ষনীয় সাফল্যের গ্রাফে ভর করে চলা এই অভিনেত্রী শিখর স্পর্শ করেন ১৯৬৩ সালে যখন তিনি ' MOSCOW INTERNATIONAL FILM FESTIVAL' এ সেরা অভিনেত্রীর পুরস্কার পান 'সাত পাকে বাঁধা' সিনেমার 'অর্চনা' চরিত্রের জন্য।


    ১৯৭৫ সালে সঞ্জীব কুমারের বিপরীতে তাঁর অভিনীত সিনেমা 'আঁধি' রাজনৈতিক বাধার কারনে ২০ সপ্তাহ আটকে ছিল। সিনেমাটি ব্যক্তিগত ভাবে আমার খুব পছন্দের।
    ব্যস্ত সময়সূচীর কারনে সুচিত্রা সেন, সত্যজিৎ রায়ের 'চৌধুরানী' সিনেমায় অভিনয় করতে প্রত্যাখ্যান করেন বলে সিনেমাটি আর তৈরিই করেননি অস্কারজয়ী এই নির্দেশক।

    [ আরও পড়ুন ঃ ভারতের সর্বপ্রথম এবং বর্তমানে প্রবীনতম ভোটার কে জানেন? ]

    আরও পড়ুন ঃ একটু দেরী, পন্ডিচেরী।]

    [ আরও পড়ুন ঃ আন্দামানের ইতিকথা ]

    ১৯৭৮ সালে দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবন থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি আর কখনও জনসমক্ষে আসেননি। এমনকি ২০০৫ সালে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান ' দাদা সাহেব ফালকে' পুরস্কার পাওয়া সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেন দিল্লী যাত্রা এবং জনসমক্ষে আসা এড়ানোর জন্য। এছাড়াও তিনি পদ্মশ্রী এবং বঙ্গ বিভূষণ পুরস্কারও পান।২০১৪ সালের ১৭ই জানুয়ারি আমাদের সকলের প্রিয় মহানায়িকা পরলোক গমন করেন।

    প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন।

    [ আরও পড়ুন ঃ প্রত্যাখ্যাত শাহেনশাহ্]
    [ আরও পড়ুন ঃ'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?]
    [ আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন?]

    Thursday, April 19, 2018

    ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন?

    April 19, 2018 0
    ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন?
    শৌচালয় ছাড়া দূরপাল্লার ট্রেনে যাত্রা করার কথা আমরা আজকাল ভাবতেও পারি না। 'আজকাল' কথাটা ব্যবহার করলাম কারন কিছুদিন আগে পর্যন্ত জনসাধারনের জন্য ট্রেনে শৌচালয়-এর প্রচলন ছিল না। পরে এর অন্তর্ভুক্তির পিছনে অবদান এক বাঙালী ব্যক্তির। তিনি উচ্চপদস্থ কোন রেলকর্মী ছিলেন না, ছিলেন আমার আপনার মত একজন সামান্য রেলযাত্রী।



    এই প্রবাদপ্রতিম ব্যক্তির নাম হল অখিল চন্দ্র সেন। ১৯০৯ সালে তাঁর লেখা এক অসামান্য চিঠির ফলস্বরূপ আমরা আজ ট্রেন-এ শৌচালয়ের ব্যবহার করতে পারছি। আসুন এই পুরো ঘটনাটা বিস্তারিত জেনে নেওয়া যাক।

    [ আরও পড়ুন ঃ ভারতের সর্বপ্রথম এবং বর্তমানে প্রবীনতম ভোটার কে জানেন? ]

    আরও পড়ুন ঃ একটু দেরী, পন্ডিচেরী।]

    ১৯০৯ সালে ট্রেন এ যাত্রা করার সময় পেটে প্রবল মোচড় অনুভব করেন অখিল বাবু। ট্রেন বীরভূমের আহমেদপুর স্টেশনে এসে থামতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে স্টেশন সংলগ্ন শৌচালয়ে যান। শৌচালয়ে থাকার সময়েই তিনি ট্রেন ছেড়ে যাওয়ার হুইশেল শুনতে পেলে কোনোরকমে সেখান থেকে বেরিয়ে ছুটলেন ট্রেন ধরতে। একহাতে ধূতি এবং অন্য হাতে লোটা সামলে ট্রেন-এর গার্ডকে থামার জন্য ইশারা করলেও তিনি ট্রেন থামাননি। ইতিমধ্যে হন্যে হয়ে ছুটতে গিয়ে অখিল বাবু হুমড়ি খেয়ে পড়লেন লোক ভর্তি প্ল্যাটফর্মের ওপর।



    ক্ষুব্ধ ও অপমানিত অখিল বাবু সেদিনের মত স্টেশন পরিত্যাগ করলেও পরে সমস্ত ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে তিনি চিঠি লেখেন সাহেবগঞ্জ ডিভিশনাল রেলওয়ে অফিসে। চিঠিতে তিনি লেখেন যে ট্রেন- এ চাপার আগে পেট ভরে কাঁঠাল খাওয়ায় তাঁর পেট ফেঁপে ওঠায় তিনি একপ্রকার বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে শৌচালয়ে যান। তিনি প্রশ্ন করেন যে হাত দেখানো সত্ত্বেও কি ট্রেনের গার্ড এক মিনিটের জন্য ট্রেন দাঁড় করাতে পারতেন না। এমনকি ওই গার্ড-এর কাছ থেকে মোটা জরিমানা আদায় করে না দিলে তিনি সংবাদমাধ্যমে গোটা ঘটনা ফাঁস করে দেওয়ার হুমকিও দেন।


    ইংরেজি ব্যাকরণ এবং বানান ভুলে ভরা চিঠিটি তৎকালীন ব্রিটিশ সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখেন। এমনকি সেই চিঠিটি বর্তমানে নতুন দিল্লীর রেল মিউজিয়ামে রাখা আছে।
    চিঠিটি আমি নিচে তুলে ধরলাম কিন্তু এটা পড়ে হাসতে হাসতে পেট ফেটে গেলে তার জন্য আমি দায়ী থাকবো না।


    এই প্রতিবেদনটি পড়ার পর কখনও যদি ট্রেনে পেট হালকা করার জন্য শৌচালয়ে আশ্রয় নিতে হয় , তাহলে মনে মনে একবার অখিল বাবু কে ধন্যবাদ জানাতে ভুলবেন না।

    প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। পরবর্তী পোষ্টের নোটিফিকেশান পেতে ব্লগটি ফলো অপশনে ক্লিক করুন।

    [ আরও পড়ুন ঃ আন্দামানের ইতিকথা ]
    [ আরও পড়ুন ঃ প্রত্যাখ্যাত শাহেনশাহ্]
    [ আরও পড়ুন ঃ'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?]

    Wednesday, April 11, 2018

    'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?

    April 11, 2018 0
    'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?
    'লাগে টাকা দেবে গৌরী সেন'- এই প্রবাদবাক্যটি শোনেনি এমন বাঙালী খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কে এই গৌরী সেন? ছোটবেলায় আমাদের সবার মাথাতেই এই প্রশ্ন ঘুরপাক খেত কিন্তু এর সঠিক উত্তর কেউই দিতে পারত না। আসুন জেনে নেওয়া যাক কে এই গৌরী সেন, আদৌ এরকম কোন ব্যক্তির অস্তিত্ব আছে নাকি পুরোটাই কল্পনা? 

    [ আরও পড়ুন ঃ আন্দামানের ইতিকথা ]
    [ আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন?]

     প্রবাদবাক্যের গৌরী সেন নামে বিখ্যাত ব্যক্তিটির পুরো নাম গৌরীকান্ত সেন। সুবর্ণবণিক সম্প্রদায়ের সম্ভ্রান্ত ব্যাবসায়ী সন্তান গৌরী ১৫৮০ সালে হুগলীতে জন্মগ্রহন করেন, পিতার নাম নন্দরাম সেন। থাকতেন ৩৫ নম্বর কলুটোলা স্ট্রীটে।

      তাদের পারিবারিক ব্যাবসা জাহাজে মাল আমদানি রপ্তানি করে অল্প বয়েসেই গৌরী সেন ব্যাবসায়ী মহলে বিশেষ পরিচিতি লাভ করেন। তিনি ছিলেন বৈষ্ণব চরণ শেঠের ব্যাবসার অংশীদার। তারা দুজনে মিলে একবার এক ডুবে যাওয়া জাহাজের দস্তা নিলামে কেনেন। পরে দেখা যায় আসলে দস্তার নিচে রুপো লুকিয়ে পাচার করা হচ্ছিল। গৌরী সেন এই রুপো ঈশ্বরের কৃপা বলে গ্রহন করেন।

    সবাই জানেন গৌরী সেনের দানের হাত খুব দরাজ ছিল। দুহাতে টাকা বিলিয়ে অনেক লোককে ঋণমুক্ত করেন তিনি এবং বকেয়া রাজকর মেটাতে সাহায্য করেন। ঋণের দায়ে যাদের কারাদণ্ড হত, তাদের মুক্ত করার জন্যে গৌরী সেন বিখ্যাত ছিলেন। কন্যাদায়গ্রস্ত পিতামাতার জন্য তার দরজা ছিল অবারিত। ১৬৬৭ সালে প্রখ্যাত এই দানবীরের মৃত্যু হয়।


    এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।