আন্দামানের ইতিকথা - দেখবো এবার জগৎটাকে (Dekhbo ebar jogot-ta-ke: A Bengali Blog)

Dekhbo Ebar Jogot-ta-ke is a bengali blog about some unknown interesting facts

WE ARE RECRUITING CONTENT WRITER. CONTACT: 7003927787

Tuesday, April 10, 2018

আন্দামানের ইতিকথা

আজ ভারতের আর এক কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলব। আগেরদিন লিখেছিলাম পন্ডিচেরী নিয়ে, আজ বলব আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কথা।
আন্দামান নিকোবর সম্পর্কে আমরা অনেক কিছুই পরেছি ছোটোবেলায়, সেলুলার জেলের সম্পর্কে শোনেনি এমন কেউ মনে হয় নেই। আর টুরিস্ট স্পট হিসাবে তো এর জুড়ি মেলা ভার।



কিন্তু আজ আমরা এসব নিয়ে কথা বলব না। আজ এমন দুটি তথ্য আপনাদের জানাব যা আগে আপনারা জানতেন না।

[ আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন?]
[ আরও পড়ুন ঃ'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?]

আন্দামান এর রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ১৩৫ কিলোমিটার দূরে একটি দ্বীপ আছে যার নাম ব্যারেন দ্বীপ। এই দ্বীপের ব্যারেন আগ্নেয়গিরি-টি হল ভারত তথা দক্ষিণ-পূর্ব এশিয়ার একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি।




এছাড়া আরেকটি অবাক করা তথ্য হল এখানকার বহুল প্রচলিত ভাষা। এখানকার সংখ্যা গরিষ্ঠ মানুষ যে ভাষায় কথা বলে সেটি হল আমাদের সকলের প্রিয় বাংলা ভাষা। আন্দামান এর প্রায় ২৬ শতাংশ মানুষ এই ভাষায় কথা বলে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হিন্দি(১৮%) এবং তামিল( ১৭%)



এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া এরকম কিছু মজার অজানা তথ্য আমাদের ব্লগে শেয়ার করতে চাইলে আপনার নাম ঠিকানা সহ মেইল করুন এই ঠিকানায় : dejogot@gmail.com



No comments:

Post a Comment