লর্ড মাউন্টব্যাটেন যত সহজে কলমের আঁচড়ে ভারতকে ভাগ করেছিলেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সবকিছু দুই দেশের মধ্যে ভাগ করা অতটা সোজা ছিল না। ১৯৪৭ সালে ভারত ভাগের জন্য তার জল, মাটি, আকাশ ভাগ বাঁটোয়ারা করার সাথে সাথে ভারতের ধন-সম্পদ, লাভ লোকসানও ভাগাভাগি করার প্রয়োজন হয়ে পড়ে, যা ছিল খুবই জটিল, স্পর্শকাতর এবং দীর্ঘ সময়সাপেক্ষ বিষয়।
ছয়জনের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় এই বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং তাদের পরামর্শ দেওয়ার দায়িত্বভার বর্তায় Reserve Bank of India এর ওপর। এই কমিটি ১৯৪৭ সালের ২৮শে জুলাই তাঁদের রিপোর্ট পেশ করেন, যার মূল সারমর্ম ছিল এই যেঃ
১। পাকিস্তানে নোট ছাপার পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় ৩১শে মার্চ, ১৯৪৮ ভারত ও পাকিস্তান দুই দেশেই ভারতীয় মুদ্রা চালু থাকবে এবং তারও ছয় মাস পর পর্যন্ত ভারতীয় মুদ্রা পাকিস্তানে বৈধ থাকবে বলে ঠিক হয়। অন্তর্বর্তী সময়ে পাকিস্তানের জন্য জন্য মুদ্রা তৈরি করবে Reserve Bank of India।
২। অক্টোবর ১৯৪৮ পর্যন্ত ভারত পাকিস্তান দুই দেশের অর্থনীতির ভালো মন্দ নীতি নির্ধারণ করার পূর্ণ দায়িত্ব থাকবে Reserve Bank of India এর ওপর।
১৯৪৮ সালের ১লা এপ্রিল Reserve Bank of India এবং ভারতীয় সরকার, পাকিস্তান সরকারের জন্য প্রথম নোট ছাপানো শুরু করে, যা শুধুমাত্র পাকিস্তানের মধ্যেই বৈধ থাকবে। এই নোট ছাপানো হয়েছিল নাসিকের India Security Press থেকে।
নোটগুলি ছিল পুরদস্তুর ভারতীয় নোটের মতই, শুধু নোটের ওপরের দিকে ইংরেজিতে Government of Pakistan এবং নিচে উর্দু ভাষায় হুকুমত-ই-পাকিস্তান ছাপানো হত আলাদা করে। নোটে স্বাক্ষর থাকতো Reserve Bank of India এর গভর্নর এবং ভারতের অর্থমন্ত্রীর।
তখন শুধুমাত্র ১,৫,১০ এবং ১০০ টাকার নোট ছাপানো হত, ১৯৫৩ সালে পাকিস্তানি নোট ছাপানোর কাজ State Bank of Pakistan এর হাতে হস্তান্তর করা হয়। কিন্তু কেবলমাত্র পাকিস্তানি এক টাকার নোট ১৯৮০ সাল পর্যন্ত ভারত থেকে ছাপানো হয়ে যেত। ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার আগে পর্যন্ত পাকিস্তানি নোট ছাপানো হত বাংলা এবং উর্দু- এই দুইটি ভাষায়।
প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। এইরকম প্রতিবেদন আমাদের ব্লগে লেখার জন্যে যোগাযোগ করুন dejogot@gmail.com
[আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন? ]
[আরও পড়ুন ঃ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে এখানে ছিল একটি জেলখানা। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে অজানা কিছু তথ্য। ]
ছয়জনের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয় এই বিষয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং তাদের পরামর্শ দেওয়ার দায়িত্বভার বর্তায় Reserve Bank of India এর ওপর। এই কমিটি ১৯৪৭ সালের ২৮শে জুলাই তাঁদের রিপোর্ট পেশ করেন, যার মূল সারমর্ম ছিল এই যেঃ
২। অক্টোবর ১৯৪৮ পর্যন্ত ভারত পাকিস্তান দুই দেশের অর্থনীতির ভালো মন্দ নীতি নির্ধারণ করার পূর্ণ দায়িত্ব থাকবে Reserve Bank of India এর ওপর।
১৯৪৮ সালের ১লা এপ্রিল Reserve Bank of India এবং ভারতীয় সরকার, পাকিস্তান সরকারের জন্য প্রথম নোট ছাপানো শুরু করে, যা শুধুমাত্র পাকিস্তানের মধ্যেই বৈধ থাকবে। এই নোট ছাপানো হয়েছিল নাসিকের India Security Press থেকে।
নোটগুলি ছিল পুরদস্তুর ভারতীয় নোটের মতই, শুধু নোটের ওপরের দিকে ইংরেজিতে Government of Pakistan এবং নিচে উর্দু ভাষায় হুকুমত-ই-পাকিস্তান ছাপানো হত আলাদা করে। নোটে স্বাক্ষর থাকতো Reserve Bank of India এর গভর্নর এবং ভারতের অর্থমন্ত্রীর।
প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। এইরকম প্রতিবেদন আমাদের ব্লগে লেখার জন্যে যোগাযোগ করুন dejogot@gmail.com
[ আরও পড়ুন ঃ'লাগে টাকা দেবে গৌরী সেন'- কে এই গৌরী সেন?]
[আরও পড়ুন ঃ ট্রেন-এ শৌচালয় অন্তর্ভুক্তির পিছনে অবদান কার জানেন? ]
[আরও পড়ুন ঃ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আগে এখানে ছিল একটি জেলখানা। ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে অজানা কিছু তথ্য। ]
No comments:
Post a Comment